আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৭২। সংসদের অধিবেশন
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

 ৭২। সংসদের অধিবেশন

(১) সরকারী বিজ্ঞপ্তি-দ্বারা জাতীয় পরিষদের পরামর্শে রাষ্ট্রপতি সংসদ আহবান, স্থগিত ও ভঙ্গ করিবেন, এবং সংসদ আহবানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করিবেন:

তবে শর্ত থাকে যে, এই অনুচ্ছেদের (৬) দফা ও এই সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৫) দফার উল্লিখিত সময় ব্যতীত অন্য সময়ে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে [পঁয়তাল্লিশ] দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না:

তবে আরও শর্ত থাকে যে, এই দফার অধীন তাঁহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি জাতীয় পরিষদ কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। লিখিত পরামর্শে প্রধানমন্ত্রী, স্পিকার বা সহযোগী দলের নেতার বা তঁদের প্রতিনিধির সম্মতি থাকিতে হইবে

(২) সংসদের মেয়াদ পূর্ণকালে অধিবর্ষ পূর্ববর্তী বৎসর মার্চ মাসের ২ তারিখ জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নব নির্বাচিত সংসদ সদস্যদের প্রথম অধিবেশন হইবে, যদি কোনো কারণে সংসদ ভবনের অধিবেশন কক্ষে সম্ভব না হয় তবে রাষ্ট্রপতি স্থান নির্ধারণ করিবেন:

(৩) রাষ্ট্রপতি পূর্বে সংসদ ভাঙ্গিয়া না দিয়া থাকিলে [অধিবর্ষ পূর্ববর্তী বৎসর ১৪ই ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইবে, এবং ২ মার্চ সংসদ ভাঙ্গিয়া যাইয়া, নব নির্বাচিত সংসদ সদস্যদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হইবে]

তবে শর্ত থাকে যে, নাগরিকতন্ত্র যুদ্ধে লিপ্ত থাকিবার কালে সংসদের আইন-দ্বারা অনুরূপ মেয়াদ এককালে অনধিক এক বৎসর বর্ধিত করা যাইতে পারিবে, তবে যুদ্ধ সমাপ্ত হইলে বর্ধিত মেয়াদ কোনক্রমে ছয় মাসের অধিক হইবে না

(৪) এই অনুচ্ছেদের (১) দফার বিধানাবলী সত্ত্বেও সংসদ-সদস্যদের যেকোন নির্বাচনের ফলাফল ঘোষিত হইবার ত্রিশ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহবান করা হইবে।

(৫) প্রত্যেক বৎসর মে মাসে১৯৭২ থেকে ১৯৭৫ এবং ২০০৯ থেকে জুলাই-২০২৪ কালো শাসনের করতালে পৃষ্ঠ বাংলাদেশশিরোনামে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিবেশন আহবান করিবেন।

(৬) (ক) সংসদের মেয়াদ পূর্ণ হইবার ছয় মাস পূর্বে রাষ্ট্রপতি সংসদ ভাঙ্গিয়া দিয়া থাকিলে উপ-র্নির্বাচনের ব্যবস্থা করিবেন। 

(খ) ছয় মাসের কম সময় হইলে রাষ্ট্রপতি জাতীয় পরিষদের মুখ্য সদস্যদের মধ্য হইতে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজন সাপেক্ষে জাতীয় পরিষদের গণ্য সদস্য হইতে রাষ্ট্রপতি উপদেষ্টা নিয়োগ দিবেন।

(গ) নাগরিকতন্ত্র যুদ্ধে লিপ্ত থাকিবার কারণ ব্যতীত অন্তর্বর্তীকালীন সরকার যথা সময়ে জাতীয় সংসদ র্নির্বাচনের ব্যবস্থা করিবেন।

(৭) সংসদ ভঙ্গ হইবার পর এবং সংসদের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পূর্বে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, নাগরিকতন্ত্র যে যুদ্ধে লিপ্ত রহিয়াছেন, সেই যুদ্ধাবস্থার বিদ্যমানতার জন্য সংসদ পুনরাহবান করা প্রয়োজন, তাহা হইলে যে সংসদ ভাঙ্গিয়া দেওয়া হইয়াছিল, রাষ্ট্রপতি তাহা আহবান করিবেন।

(৮) এই অনুচ্ছেদের (১) দফার বিধানাবলী-সাপেক্ষে কার্যপ্রণালী-বিধি-দ্বারা বা অন্যভাবে সংসদ যেরূপ নির্ধারণ করিবেন, সংসদের বৈঠকসমূহ সেইরূপ সময়ে ও স্থানে অনুষ্ঠিত হইবে।

“১। ষাট”, “২। প্রথম বৈঠকের তারিখ হইতে পাঁচ বৎসর অতিবাহিত হইলে সংসদ ভাঙ্গিয়া যাইবে”,


০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"